শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

সওজের গাছ কাটছেন এমপির ভাগ্নে

নিলামের নামে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের এমপি আনারুল আজিম আনারের ভাগ্নে আনিচের নেতৃত্বে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সওজ বিভাগের কোনো তৎপরতা নেই। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করারও সাহস পাচ্ছেন না। এ ব্যাপারে অভিযুক্ত আনিচুরের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইলে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার দায়িত্বে থাকা ফরেস্টার রেঞ্জ কর্মকর্তা আবদুল আল মামুন বলেন, 'সড়কের গাছ দেখার দায়িত্ব আমাদের না। আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার রেলস্টেশন থেকে ইশ্বরবা, কাশিপুর, পাতিবিলা ও লাউদিয়া পর্যন্ত বন বিভাগের অধীনে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এখানে চারটি সমিতির ৮১টি লটের মধ্যে ২৩ লট নিলাম ডাকে যশোর বন বিভাগ। এরমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কাব্য এন্টারপ্রাইজ তিনটি এবং মেসার্স এমএম এন্টারপ্রাইজ ২০টি লট কেনেন।

একেকটি লটে ২০/২৫টি গাছ রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান দুটি গাছ কেনার পর বন বিভাগের নাম্বারিং করা গাছ ছাড়াও সওজের লাখ লাখ টাকার গাছ কেটে নেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে স্থানীয় এমপির ভাগ্নে আনিচ বন ও সড়ক বিভাগের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে গাছগুলো কেটে নিচ্ছেন।

সর্বশেষ খবর