শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
জাতীয় শোক দিবস

টুঙ্গীপাড়ায় ৩৬ হাজার লোকের মেজবান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ৩৬ হাজার লোকের মেজবান শুরু হয়েছে। এছাড়া গতকাল বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। কর্মসূচির মধ্যে ছিল শোকর্যালি, আলোচনা সভা, আবৃত্তি, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা, কুরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল। প্রতিনিধিদের পাঠানো খবর- গোপালগঞ্জ : টুঙ্গীপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ময়দানে গতকাল শুক্রবার বাদ জুমা প্রায় ২৮ হাজার মুসলিম ও ৮ হাজার অন্য ধর্মাবলম্বীদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। এ উপলক্ষে চট্টগ্রাম থেকে বাবুর্চিসহ ১৮০ জনের একটি দল গত ১০ আগস্ট থেকে টুঙ্গীপাড়ায় অবস্থান করছেন। এদিকে গতকাল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহাগনর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্টে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সুনীল সরকার, আলহাজ বদিউল আলম, এমএ রশিদ, শফিক আদনান, আবদুল আহাদ, আবু তাহের প্রমুখ। পরে মহিউদ্দিন চৌধুরী দুই দিনব্যাপী মেজবানের উদ্ভোধন করেন। জেলা প্রশাসক খলিলুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে দুপুরের পর, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুলের নেতৃত্বে একটি দল বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সেখানে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। রংপুর : গতকাল বিকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জয়বাংলা সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ, তৌহিদুর রহমান টুটুল, তুষার কান্তি মণ্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন উৎপল সরকার। বরিশাল : গতকাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে কবিতা আবৃত্তি ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ইমানুল হাকিম, কাজী সেলিনা, সঞ্জয় সাহা, সৈয়দ গোলাম মাসউদ বাবলু প্রমুখ। শেরপুর : জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু ও জরায়ু অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। গতকাল কলেজে দিনব্যাপী রোগী বাছাই সম্পন্ন হয়। আজ থেকে পর্যায়ক্রমে অপারেশন করা হবে। নেত্রকোনা : প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল সকালে জেলা প্রেসক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল মান্নান। লক্ষ্মীপুর : বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিনিয়ে এনে অবিলম্বে রায় কার্যকরের দাবিতে গতকাল বিকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা ছাত্রলীগ। মাহমুদুন্নবী সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য শাহজাহান কামাল, গোলাম ফারুক পিংকু প্রমুখ।

 

সর্বশেষ খবর