শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

নাটোরে ব্যবসায়ী খুন

তিন জেলায় তিন লাশ

নাটোরে বড়াইগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন ব্যবসায়ী। এছাড়া তিন জেলায় উদ্ধার করা হয়েছে তিন লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর-

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী কাপড় ব্যবসায়ী খুন হয়েছেন। বনপাড়া পৌরসভার হারোয়া হিন্দুপাড়া ব্রিজ এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল মানিকপুর টুনিপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন আরিফের বন্ধু নাজমুল। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কটিয়াদীতে অজ্ঞাত নারীর লাশ : কিশোরগঞ্জের কটিয়াদীতে অজ্ঞাত এক নারীর (৩৫) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। কটিয়াদীর গচিহাটা হাওর থেকে গতকাল শুক্রবার লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। গাইবান্ধায় গৃহবধূ : জেলার সুন্দরগঞ্জ উপজেলায় রামভদ্র খানাবাড়ি গ্রাম থেকে গতকাল নাসিমা বেগম (১৯) নামে এক অন্ত:সত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নাসিমা সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামের আবদুল কাদের মিয়ার মেয়ে ও একই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। গৃহবধূর বাবা দাবি করেন পিটিয়ে তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে। সুন্দরগঞ্জ ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। কুয়াকাটা সৈকতে জেলে : পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে প্রায় ২০০ গজ দূরে স্থানীয়রা এ লাশ দেখতে পান। খবর পেয়ে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে। হলুদ রংয়ের শার্ট প্যান্ট পরনে থাকায় গভীর সাগরে ডুবে যাওয়া কোনো জেলের লাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর