শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

টেকনাফে ৭৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে পুলিশ-বিজিবির পৃথক অভিযানে ৭৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফ বিওপি চৌকির নায়েব সুবেদার আবুল কালামের নেতৃত্বে জওয়ানরা মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদে নাফ নদের নতুন ট্রানজিট ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটিতে ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানা যায়।

অন্যদিকে, টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, একই দিন রাতে থানার উপপরিদর্শক (এসআই) সেকান্দর আলীর নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার কুলালপাড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ওই এলাকার আবু বক্করের ছেলে নূরুল আলমকে (২৩) আটক করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানা যায়।

 

সর্বশেষ খবর