শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

এক পলক

নীলফামারী থেকে অপহৃত শিশু উদ্ধার

গাজীপুর থেকে অপহরণের দুদিন পর নীলফামারী থেকে পাঁচ বছরের শিশু আব্দুর রহমান রিয়াদকে উদ্ধার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর সদস্যরা। এ সময় জড়িত সন্দেহে জাহিদ ও তার সহযোগী সখিনাকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে ভারতে পাচারকালে ডিমলা সীমান্ত এলাকা থেকে রিয়াদকে উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, রিয়াদ গাজীপুরের বোর্ড বাজার কোলেমশ্বর এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। গত ১১ আগস্ট পূর্বপরিচয়ের সূত্র ধরে রিয়াদকে তার বাড়ি থেকে কৌশলে অপহরণ করে জাহিদ। পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় রিয়াদকে ভারতে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

বাগেরহাটে দুই জেলে : মুক্তিপণের দাবিতে অপহৃত দুই জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে সুন্দরবনের কটকা এলাকা থেকে জেলে আজাদ ও জাহিদুলকে উদ্ধার করা হয়। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলীতে।

-নীলফামারী ও বাগেরহাট প্রতিনিধি

ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত

লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রোডের আমতলা নামক স্থানে ট্রাক ও নছিমনের সংঘর্ষে আবদার রহমান নামে এক নছিমন যাত্রী নিহত হয়েছেন। বৃহম্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আবদার স্থানীয় জোংড়া ইউনিয়নের আলাউদ্দিননগর এলাকার ওসমত আলীর ছেলে।

-লালমনিরহাট প্রতিনিধি

বিএনপি নেতা গ্রেফতার

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে বগুড়ার ধুনট উপজেলায় হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে আহত করার মামলায় এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা বেলাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ট্রেনেকাটা পড়ে মৃত্যু

গাইবান্ধা সদরের আদর্শপাড়া এলাকায় ট্রেনে কাটাপড়ে সোহেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ঘটনাস্থল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সোহেল শহরের ব্রিজরোড এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

-গাইবান্ধা প্রতিনিধি

বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকা থেকে ৬৮ কেজি ৪৮০ গ্রাম ওজনের বিষ্ণু মূর্তিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো সরোয়ার হোসেন, তার স্ত্রী নার্গিস বেগম ও ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন।

-ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

অপহৃত শিশু উদ্ধার
গাজীপুর থেকে অপহরণের দুদিন পর নীলফামারী থেকে পাঁচ বছরের শিশু আব্দুর রহমান রিয়াদকে উদ্ধার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর সদস্যরা। এ সময় জড়িত সন্দেহে জাহিদ ও তার সহযোগী সখিনাকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে ভারতে পাচারকালে ডিমলা সীমান্ত এলাকা থেকে রিয়াদকে উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, রিয়াদ গাজীপুরের বোর্ড বাজার কোলেমশ্বর এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। গত ১১ আগস্ট পূর্বপরিচয়ের সূত্র ধরে রিয়াদকে তার বাড়ি থেকে কৌশলে অপহরণ করে জাহিদ। পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় রিয়াদকে ভারতে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
-নীলফামারী প্রতিনিধি
ডাকাতি হওয়া তার উদ্ধার
গাজীপুরের বি কে বাড়ি এলাকার সিটিজেন ক্যাবলস লিমিটেড কারখানা থেকে ডাকাতি হওয়া প্রায় ৪০ লাখ টাকার তামার তার ঢাকার বকশীবাজার ও নারায়ণগঞ্জের বন্দর থানার কুড়িপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে গাজীপুর পুলিশ লাইনসে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ। গত ২৭ জুলাই রাতে ১৫-২০ জনের একদল ডাকাত ট্রাক নিয়ে ওই কোম্পানির ভিতরে ঢুকে কয়েকজন  সিকিউরিটি গার্ড ও কর্মচারীর হাত-পা বেঁধে মারধর করে সাড়ে ১২ টন তামার তার, সিসিক্যামেরা, ভিভিআর, ৪-৫টি মোবাইল সেটসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করা হয়। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। -গাজীপুর প্রতিনিধি
স্থাপনা সংরক্ষণের দাবি
সাভারে ১০৩ বছরের পুরনো অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মূল স্থাপনা সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুলের সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ। স্কুলের ১৯৯৬ ব্যাচের আহ্বানে গতকাল সকাল সাড়ে ১০টায় স্কুলের মূলফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বঙ্গবন্ধু স্টেডিয়াম, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লার মতো অধরচন্দ্র উচ্চবিদ্যালয়কে সংস্কার করে সংরক্ষণ এবং প্রয়োজনে হেরিটেজ (পুরাকীর্তি) ঘোষণার দাবি জানান। -সাভার প্রতিনিধি
ট্রাকচাপায় চালক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী ট্রাকচাপায় শহিদুল্লাহ মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকার বাংলারকেট নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত শহিদুল্লাহর বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দত্তপাড়া গ্রামে বলে জানা গেছে। - রূপগঞ্জ প্রতিনিধি
 

 

সর্বশেষ খবর