শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
বাসে গুলি করে হত্যা

নাদিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে উঠে ব্যবসায়ী নূরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার মোহাম্মদ নাদিম (৩০) গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দাবি, আদালতে জবানবন্দি দেওয়া নাদিম ব্যবসায়ী নূরুল ইসলাম হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন। জবানবন্দিতে তিনি ওই হত্যায় অংশ নেওয়া তার অন্য সহযোগীদের নামও প্রকাশ করেছেন। আদালত সূত্রে জানা গেছে, নূরুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে লিঙ্ক রোডের সাইনবোর্ড এলাকার একটি হোটেল থেকে নাদিমকে গ্রেফতার করা হয়। নাদিমের প্রকৃত বাড়ি ঢাকার ধলপুরে হলেও তিনি সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় পরিবার নিয়ে জাহাঙ্গীর মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। অন্যদিকে, নাদিমের বাবা মোহাম্মদ সানাউল্লাহ দাবি করেন, তার ছেলেকে সোমবার লিঙ্ক রোডের সাইনবোর্ড এলাকায় থাকা নিজেদের খাবার হোটেল থেকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। ওই হোটেলটি নাদিমই পরিচালনা করতেন।

সর্বশেষ খবর