শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

কিশোরগঞ্জে শোক দিবসের র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি

কিশোরগঞ্জে শোক দিবসের র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ শনিবার ভোরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোক র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

জেলা প্রশাসক জি.এস.এম. জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদউল্লাহ ও  পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূইয়া কাঞ্চন।
এ ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/১৫ আগস্ট ২০১৫/শরীফ

সর্বশেষ খবর