শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
২১ আগস্ট গ্রেনেড হামলা

সারা দেশে শহীদদের স্মরণ

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে গতকাল সারা দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী মহিলা লীগের তৎকালীন সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ সংগঠনের শতাধিক নেতা-কর্মী  আহত হন।
গাজীপুর : গতকাল ভাওয়ালগড় বেগমপুর ফুয়াং এলাকায় জেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে ও রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। সভাপতি ছিলেন জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান। চাঁদপুর : গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা চাঁদপুরের হাইমচরের আবদুল কুদ্দুছ পাটোয়ারী ও মতলবের আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় স্থানীয় এমপি ডা. দীপু মনির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, আওয়ামী লীগ, স্বেচ্ছা স্বেবকলীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতা-কর্মীরা। রাজশাহী : গতকাল বিকালে রাজশাহীতে নগর আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালিতে অংশ নেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ডাবলু সরকার প্রমুখ। নগরীর লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ। রংপুর : বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন, জয়নাল আবেদীন, মোতাহার হোসেন প্রমুখ। কুমিল্লা : গতকাল দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক ওমর ফারুক। বক্তব্য দেন, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, শাহীনুল ইসলাম, নির্মল পাল প্রমুখ। দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম প্রমুখ। ময়মনসিংহ : গতকাল প্রথম প্রহরে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে জেলা ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম।  চাঁপাইনবাবগঞ্জ : জেলা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে সকালে নবাবগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দিন মণ্ডল, আলহাজ মাসিদুর রহমান প্রমুখ। হবিগঞ্জ : গতকাল জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শোকসভায় অংশ নেন শহীদ উদ্দিন চৌধুরী, শরীফ উল্লাহ প্রমুখ। সভাপতি ছিলেন অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী। মুন্সীগঞ্জ : বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মহিউদ্দিনের সমর্থকরা স্মরণ সভার আয়োজন করে। অপরদিকে, মৃণালকান্তি দাস এমপির সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, আল মাহমুদ, ফয়েজ আহম্মেদ প্রমুখ। লক্ষ্মীপুর : বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আনম ফজলুল করিম প্রমুখ। ইসলামী বিশ্ববিদ্যালয় : সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ড. শাহিনুর রহমান, ড. আবুল আহসান চৌধুরী, ড. হারুন-উর-রাশিদ আসকারি, ড. মাহবুবর রহমান, ড. আক্তারুল ইসলাম জিল্লু, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, অমিত কুমার প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক ছাদেকুল আরেফিন, অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ। কুড়িগ্রাম : গতকাল জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শোকসভায় সভাপতি ছিলেন আমিনুল ইসলাম মঞ্জু। বক্তব্য দেন, সাবেক এমপি জাফর আলী, চাষী আবদুল করিম প্রমুখ।

সর্বশেষ খবর