শিরোনাম
শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ত্রিশালে ট্রাকচাপায় দুই ছাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় দুই ছাত্রী নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা, টঙ্গীতে বাসচাপায় মৃত্যু হয়েছে শিশুর। লালমনিরহাটে বাস খাদে পড়ে মারা গেছেন এক নারী। একই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ যাত্রী। ময়মনসিংহের ত্রিশালে গতকাল ট্রাক চাপায় নিপা আক্তার (১৫) ও নাদিয়া বিনতে হোসাইন (১৬) নামে দুই মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। সকালে কোচিংয়ে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন কয়েক শিক্ষার্থী। স্থানীয়রা তাদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত নিপা ও নাদিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। সিরাজগঞ্জে এনজিও কর্মকর্তা : সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকচাপায় গতকাল ওয়াজেদ আলী নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওয়াজেদ বেসরকারি সংস্থা আশা সীমান্তবাজার শাখার ম্যানেজার এবং রায়গঞ্জ উপজেলার বাসিন্দা। টঙ্গীতে শিশু : গাজীপুরের টঙ্গী মিলগেট মুন্ননগর জামে মসজিদ এলাকায় শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় রিয়াজ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রিয়াজ জামালপুর জেলার মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামের আ. ওয়াদুদের ছেলে। লালমনিরহাটে নারী : লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ফকিরপাড়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আঞ্জুয়ারা নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ যাত্রী। আহতদের পাটগ্রাম ও হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আঞ্জুয়ারা পাটগ্রামের কুচলিবাড়ি গ্রামের আকবর আলীর স্ত্রী।

 

সর্বশেষ খবর