শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ইজ্জতের মূল্য ৪০ হাজার টাকা!

ঘটনার সাত দিন পরও নথিভুক্ত হয়নি ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটি। আসামি স্বপন আজ (শনিবার) সৌদিআরব চলে যাওয়ার কথা। শালিস বৈঠকে গৃহকর্মীর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয় ৪০ হাজার টাকা। আর গৃহকর্মী বলছে টাকা নয়, আমি বিচার চাই। মামলা তুলে নিতে বারবার হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বাদীকে। ভয়ে নিজের ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন গৃহকর্মী।

বাদী গৃহকর্মী ও তার পরিবার জানায়, সরাইলে পানিশ্বর ইউনিয়নের ধর্ষিত গৃহকর্মী হাসপাতাল থেকে আসার পরের দিন এ বিষয়ে একটি মামলা করেন। এরপর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী গৃহকর্মী ও পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করছে। এখনো পুলিশ তদন্তে যাননি। বাদীর অনুপস্থিতিতেই পানিশ্বর ইউনিয়নের নোয়াহাটি গ্রামের শাহআলম মিয়া ও শান্তিনগর গ্রামের হানিফ মিয়ার মধ্যস্থতায় বৃহস্পতিবার শালিস বৈঠক হয়। সভায় সরদার নুরুল ইসলাম, বাবুল মিয়া, তাজুল ইসলাম, মহিম মাস্টার, ছালাম মিয়া, অহিদ মিয়া, সুলমান মিয়া, আবু কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় স্বপন মিয়াকে দোষী সাব্যস্ত করে গৃহকর্মী গৃহবধূর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয় ৪০ হাজার টাকা। গতকাল সকালে গৃহকর্মীর বাড়িতে গিয়ে রানা মিয়া, শাহআলম ও মোমিন নামের তিন যুবক মামলা প্রত্যাহারে ভয়ভীতি ও হুমকি দেয়। বেলা ১১টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুল হক ৪০ হাজার টাকা নিয়ে গৃহকর্মীর বাড়িতে যান। টাকা নেননি গৃহকর্মী। পরে তার ওপর চড়াও হয় কিছু যুবক। আত্দরক্ষার্থে গৃহকর্মী আত্দীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।

বাদী জানান, সময় ক্ষেপণ করে আসামি স্বপনকে সৌদি আরব চলে যাওয়ায় সহায়তা করছেন কিছু মাতব্বর ও পুলিশ।

সর্বশেষ খবর