শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

দাবি আদায়ে অনশন

টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা তাদের নিজ নিজ পজিশনের দোকান ফিরে পাওয়ার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে আমরণ অনশন করছেন। অনশনে একাত্বতা ঘোষণা করে বক্তব্য দেন, ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম, টাঙ্গাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লালজু, সমবায় সুপার মার্কেট মালিক সমিতির আহ্বায়ক রাহেলা জাকির। বক্তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, বহুতল ভবন তৈরির নামে টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। এতে ১৬ মাস ধরে ক্ষতিগ্রস্ত ওই সব ব্যবসায়ী মানবেতর জীবনযাপন করছেন।

সর্বশেষ খবর