শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

পরিত্যক্ত জমিদারবাড়ি থেকে অস্ত্র বোমা উদ্ধার

মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর গ্রামের একটি পরিত্যক্ত হিন্দু জমিদারবাড়ি থেকে তিনটি পাইপগান, ১৭টি পেট্রলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই বাড়ির ছাদ থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করেন। লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে উগ্রপন্থিরা নাশকতার উদ্দেশ্যে ওই বাড়ির ছাদের বিভিন্ন স্থানে পেট্রলবোমা, ককটেল ও পাইপগান মজুদ রেখেছিল। পরিত্যক্ত বাড়িতে যারা রয়েছেন তারা এ ব্যাপারে কিছু বলতে না পারলেও জানান, ঈদের সময় ঢাকা থেকে কিছু লোক তক্ষক খুঁজতে এসেছিল। ওই লোকজনও সেখানে অস্ত্র মজুদ রাখতে পারে। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বোমাগুলো সম্পূর্ণ তাজা। এ ব্যাপারে বিজিবি বিস্তারিত তদন্ত করছে। উদ্ধার করা ১৭টি পেট্রলবোমা, ১৫টি ককটেল ও তিনটি পাইপগান মাধবপুর থানায় জমা দিয়ে জিডি করা হয়েছে। কাশিমনগর ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন ও বিজিবি সদস্যরা সকাল ১০টার দিকে ধর্মঘর বিজিবি ক্যাম্পে ১৫টি ককটেল নিষ্ক্রিয় করেন।

সর্বশেষ খবর