শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

সামান্য বৃষ্টিতে টঙ্গীর নিম্নাঞ্চল প্লাবিত

সামান্য বৃষ্টি হলেই গাজীপুর মহানগরের টঙ্গী শিল্পাঞ্চল ও টঙ্গী এলাকার বিভিন্ন স্থানে দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা। আধা ঘণ্টার বৃষ্টিতেই টঙ্গী সরকারি হাসপাতাল, টঙ্গী থানা কার্যালয়, বিসিক, আরচিপুর, মধুমিতা, চেরাগআলী-বাদাম সড়ক, টঙ্গী সরকারি কলেজ, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজের আঙিনা পানিতে প্লাবিত হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-কালীগঞ্জ সড়কসহ প্রায় সব শাখা রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, জলাবদ্ধতার কারণ চিহ্নিত করা হচ্ছে। ২০১৫-১৬ বাজেটে জলাবদ্ধতা সমস্যাকে অগ্রাধিকার দিয়ে বরাদ্দ রাখা হয়েছে। বর্ষার পরই ড্রেন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে।
 

সর্বশেষ খবর