শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

টাঙ্গাইলে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

টাঙ্গাইলে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে তিন ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা এ কারাদণ্ড দেন।

সাজা প্রাপ্তরা হলেন: পৌর সদরের পুষ্টকামুরী গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান মাসুদ (৩২), উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে আল আমীন (২৭) ও মহেড়া ইউনিয়নের ছাওয়ালী গ্রামের কাজী সামাদের ছেলে হাবেল কাজী (৫২)। এদের মধ্যে মাসুদকে  ১ বছর, আল আমিনকে ২ মাস ও হাবেল কাজীকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পুলিশ জানান, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি, সেবনসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১টার দিকে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
 

 

বিডি-প্রতিদিন/ ২২ আগস্ট, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর