শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সিরাজগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে দুজন নিহত

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও শাহজাদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮২ জন। প্রতিনিধিদের পাঠানো খবর

সিরাজগঞ্জ : রায়গঞ্জে মসজিদের টাকার হিসাব নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়মনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের জয়েনপুর পূর্বপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত আয়মনা ওই গ্রামের কুড়ান মণ্ডলের স্ত্রী। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস স্থানীয়দের বরাত দিয়ে জানান, জয়েনপুর গ্রামের কুড়ান মণ্ডলের ছেলে ওয়ায়েজ করনী স্থানীয় একটি মসজিদের ক্যাশিয়ার ছিলেন। মসজিদের হিসাব নিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামের মাতব্বর হযরত আলীর বাড়িতে বৈঠক বসে। বৈঠকে ৯ হাজার টাকার হিসাব নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হযরত আলী, তার ভাই আবুল কাশেম ও শামছুলসহ বেশ কয়েকজন ওয়ায়েজ করনীর ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়মনা ঘটনাস্থলেই মারা যান এবং আয়মনার ছেলে ওয়াজ করনী, আলী হাসানের ছেলে আবদুল মমিন, আলী হাসান, খইমুদ্দিনের ছেলে মোন্নাফ আলী, আলী হাসানের স্ত্রী মনোয়ারা, আবদুল মালেক ও হাসান আলীর স্ত্রী ফাতেমাসহ অন্তত সাতজন আহত হন। একই জেলার শাহজাদপুরে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৮ জনকে সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। গতকাল দুপুরে উপজেলার জগতলা গ্রামে সরদার ও বেপারী গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জের ধরে গতকাল দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন। জানা যায়, উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামের খুরশিদ উল্লাহ শামীম ও আবেদ খাঁর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল ৯টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়ায়। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে খুরশিদ উল্লাহ শামীম সমর্থক রহমত আলী (৫৫) কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হবিগঞ্জ, মাধবপুর উপজেলার হাসপাতালে চিকিৎসা নেয়।

সর্বশেষ খবর