শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সড়কে প্রাণ গেল পাঁচজনের

প্রতিদিন ডেস্ক

পটুয়াখালী কলাপাড়া-আমতলী সড়কে  দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী এবং গাজীপুরে নারী পোশাককর্মী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবক নিহত হয়েছেন। এ ছাড়া ঝিনাইদহে পুলিশের গাড়ির ধাক্কায় যুবক ও খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় একজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

কলাপাড়া-আমতলী মহাসড়কের মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। এরা হলেন রাসেল (২৫) ও সাইফুল (২৬)। এদের বাড়ি কলাপাড়া উপজেলার সুদিরপুর ও খলিলপুর গ্রামে। গতকাল সন্ধ্যায় একটি মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাওয়ার পথে খুড়িয়া ঘাট পয়েন্টে দুর্ঘটনা ঘটে। আমতলীর দমকল বাহিনীর ম্যানেজার হারুন-অর-রশিদ জানান, তাদের টহল দল খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। তিনি আরও জানান নিহতদের মধ্যে একজনের নাম ও ঠিকানা এখনো পাওয়া যায়নি। গাজীপুর : কর্মস্থলে যাওয়ার পথে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় গাড়ির ধাক্কায় ফাহিমা আক্তার নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। ফাহিমা ভোগড়ার পশমি সোয়েটার কারখানার শ্রমিক ছিলেন। স্বামী সোহেল রানার সঙ্গে স্থানীয় মালেকের বাড়ি এলাকার এক বাসায় ভাড়া থাকতেন তিনি। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনায়। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় আজাদ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আজাদ মিয়া গাইবান্ধা সদর উপজেলার কড়ইবাড়ী এলাকার আবদুস সাত্তার মিয়ার ছেলে। ঝিনাইদহ : ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজের বহরে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় মিশন (২০) নামে এক যুবক আহত হয়েছেন। আহত যুবক যশোরের চৌগাছা উপজেলার রায়নগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। গতকাল দুপুরে এমপির লোকজন তাকে মারাÍক আহত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খাগড়াছড়ি : খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনকালে মহিলা কলেজ সড়ক এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক গুরুতর আহত হন। আহত যুবক খাগড়াছড়ি বাজারের স্যানিটারি ব্যবসায়ী রাজুর বড় ভাই টিটু দে (৩১)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর