শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সাতক্ষীরার জামায়াত নেতা কুমিল্লায় আটক

পেট্রলবোমা ককটেল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির আবু সালেহ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং একই জেলা আহলে হাদিসের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এএসএম ওবায়দুল্লাহ গজ নফরকে ১০টি ককটেল ও ১০টি পেট্রলবোমাসহ আটক দেখিয়েছে র‌্যাব-১১ এর একটি দল। পরে আটকদের শুক্রবার চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব-১১ এর ডিএডি শাহ আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন। এদিকে আহলে হাদিসের সাধারণ সম্পাদক এএসএম ওবায়দুল্লাহ গজ নফরকে এক মাস আগে অপহরণ করা হয়েছিল বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এনিয়ে তার পরিবার সাতক্ষীরা প্রেসক্লাবে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছিল। চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই মোসলেহ উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছফুয়া আল আমীন ফিলিং স্টেশনের কাছে আটককৃতরাসহ একদল দুর্বৃত্ত মহাসড়কে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ১০টি ককটেল ও ১০টি পেট্রলবোমাসহ তাদের আটক করে। এ সময় অপর দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি। চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর