বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মুক্তিপণের জন্য ১০ ট্রলারসহ ১৫০ জেলে অপহরণ

ইলিশসহ দুই কোটি টাকার মাল লুট

বাগেরহাট, বরগুনা ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ফিশিং ট্রলার বহরে হামলা চালিয়ে ১০টি ট্রলারসহ ১৫০ জেলেকে মুক্তিপণ দাবিতে অপহরণ করেছে ডাকাতরা। মাস্টার বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল ভোর ৫টা পর্যন্ত এই গণডাকাতি করে। লুটে নেয় বিভিন্ন ট্রলার থাকা নগদ টাকা, জাল ও ইলিশসহ প্রায় দুই কোটি টাকার মালামাল। ডাকাতদের মারপিটে আহত হয়েছেন ১১ জেলে। এর মধ্যে সোহেল, হাসান, স্বপন, বাবুল, বেল্লাল, সিদ্দিক, ইউনুস ও আ. রহমানের নাম জানা গেছে। তাদের বরগুনার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন গ্রামে। অপহৃত জেলেরা হলেন- আ. মালেক, কলিম, আনোয়ার হোসেন, এমদাদুল, আলম হোসেন, লোকমান তালুকদার, শহিদুল, সেলিম, দেলোয়ার হোসেন, হারুন মিয়া, ফোরকান, স্বপন, মোশারেফ, রফিক, নজরুল ও মোজাম্মেল। অন্যদের নাম জানা যায়নি। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট সদর, শরণখোলা, বরগুনার পাথরঘাটা, মহিপুর, চরদুয়ানী, চট্টগ্রাম, পিরোজপুর ও কক্সবাজারে। লুট হওয়া ট্রলারের মধ্যে রয়েছে- এফবি মুন্না-১, এফবি রিয়াজ উদ্দিন, এফবি রিনা, এফবি মা-বাবার দোয়া, এফবি সিরাজুল ইসলাম, এফবি বশির ও এফবি আক্তার। শরণখোলা ট্রলারমালিক সমিতির সভাপতি আবুল হোসেন ও সম্পাদক মজিবর তালুকদার জানান, দফায় দফায় দস্যুদের বেপরোয়া তাণ্ডবে সর্বস্বান্ত হচ্ছেন জেলে-মহাজনরা। পিরোজপুরের মঠবাড়িয়ার হালিম পেসকার জানান, তার এফবি মাম-বাবার দোয়া ট্রলারের মাঝি মোজাম্মেল হোসেন এবং তার ভাই আলমগীরের এফবি রুহুল আমীনের ট্রলারের মাঝি নজরুল ইসলামকে অপহরণ করেছে। এ সময় দস্যুরা তাদের দুই ট্রলার থেকে প্রায় তিন লাখ টাকার মাছ ও অন্য মালামাল নিয়ে গেছে। দুবলার চর ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, শুঁটকি পল্লীতে অবস্থানরত চট্টগ্রামের মিজান বহদ্দার ও মুজাহার বহদ্দারের ট্রলারের পাঁচ জেলেকে নিয়ে গেছে দস্যুরা। ওই রাতে দস্যুরা কমপক্ষে ৫০ ট্রলারে গণডাকাতি চালিয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক কামাল উদ্দিন আহমেদ জানান, তিনি সাগরে গণডাকাতির খবর শুনেছেন। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযানে নেমেছে কোস্টগার্ড। বরগুনা মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, অপহরণের পর মাস্টার বাহিনী ট্রলার মালিকদের ০১৭০৯৭৪৭৪৪৯ ও ০১৭০৯৭৪৭৪৪৫ নম্বরে যোগাযোগ করতে বলেছে। বরগুনা ট্রলারশ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান জানান, জেলেদের উদ্ধারে দস্যুদের সঙ্গে সমন্বয় করা ছাড়া কোনো গতি নেই।

সর্বশেষ খবর