বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিএনপি-জামায়াতের ২৫ নেতা-কর্মী আটক

প্রতিদিন ডেস্ক

বরিশাল, বগুড়া, মাদারীপুর, ময়মনসিংহ ও জামালপুরের মেলান্দহে পৃথক ঘটনায় বিএনপি-জামায়াত শিবিরের ২৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : বরিশাল-৪ আসনের (মেহেন্দীগঞ্জ-হিজলা) এমপি পঙ্কজ নাথের গাড়িবহরে হামলা মামলায় মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আÍসমর্পন করে জামিন চাইলে বিচারক এ আদেশ দেন। কারাগারে প্রেরিতরা হলেন- আসাদুজ্জামান মুক্তা, লুৎফর রহমান, মিজানুর রহমান, মিল্টন চৌধুরী, শাহিন দেওয়ান, ফরহাদ হাওলাদার ও নেজামুল খাঁ।  বগুড়া : কাহালু, শাজাহানপুর ও শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- আ. রাজ্জাক, ওমর ফারুক, রেজওয়ানুল হক, গোলাম রব্বানী, সোহেল রানা ও জাহাঙ্গীর আলম। মাদারীপুর : নাশকতার সন্দেহে বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে শহরের নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা হল, কামাল সরদার, মনিরুজ্জামান ফকু, মুর্তজা ঢালী, তানভীর ও রুবায়েত হোসেন দুলাল। ময়মনসিংহ : গোপন বৈঠক চলাকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের কেওয়াটখালি এলাকার বলাশপুর থেকে গতকাল তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, গোলাম কবির, সালেহ উদ্দিন, শফিকুল, নাছিম ও শফিকুল। মেলান্দহ : জামালপুরের মেলান্দহে দুই জামায়াত নেতাকে গ্রেফতারার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- ফারুক হোসেন ও মির হোসেন মিরু। গতকাল ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর