বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

টেন্ডার বক্স থেকে পে-অর্ডার উধাও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের টেন্ডার বক্স থেকে এক ঠিকাদারের দুটি পে-অর্ডার উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দরপত্রের সঙ্গে জামানত হিসাবে ৫৫ হাজার টাকার দুটি পে-অর্ডার জমা দেওয়া হয়েছিল। একটি সিন্ডিকেটকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ওই পে-অর্ডার গায়েব করা হয়েছে এমন অভিযোগ ভুক্তভোগী ঠিকাদারের। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় পাঁচ কিলোমিটর দীর্ঘ পানি সরবরাহের পাইপ লাইন বসানোর জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর গত ২১ সেপ্টেম্বর ৪১ লাখ ৭০ হাজার টাকার দুটি গ্রুপের কাজের জন্য টেন্ডার আহ্বান করে। ওই দুটি গ্রুপের কাজের জন্য চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিস থেকে ২৭টি, রাজশাহী অফিসে ১০টি এবং ঢাকা অফিসে তিনটিসহ ৪০ সেট দরপত্র বিক্রি হয়। গত রবিবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে একটি সিন্ডিকেট সাধারণ ঠিকাদারদের টেন্ডার বক্সে জমা দিতে বাঁধা দেয়। পরবর্তীতে টেন্ডার বক্স খোলা হলে ১ নম্বর গ্রুপে পাঁচটি ও ২ নম্বর গ্রুপের কাজের জন্য চারটি দরপত্র পাওয়া গেলেও ঠিকাদার আব্দুস সাত্তারের দরপত্রের সঙ্গে পে-অর্ডার যুক্ত না থাকায় তা ত্রুটিযুক্ত ঘোষণা করা হয়। সাত্তারের অভিযোগ, ২১ অক্টোবর ন্যাশনাল ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখা থেকে ইস্যু করা দুটি পে-অর্ডার  সিলগালা করা খামে তিনি দরপত্র জমা দিয়েছেন।

সর্বশেষ খবর