বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘জলদস্যু দেখলেই গুলি’

কক্সবাজার প্রতিনিধি

জলদস্যু দেখলেই গুলির নির্দেশ দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন। গতকাল দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে জেলা ফিশিংবোট মালিক সমিতি নেতাদের মতবিনিময়কালে কোস্টগার্ডকে তিনি এ নির্দেশ দেন। জেলা প্রশাসক বলেন, সাগর নিরাপদ না হলে মৎস্য আহরণ বন্ধ হয়ে যাবে। এ জন্য কোস্টগার্ডের পাশাপাশি নৌ-টহল বাড়াতে হবে। প্রয়োজনে পুলিশও নিয়োগ করা হবে। তিনি বলেন, জলদস্যুদের তালিকা করে তাদের আইনের আওতায় আনা হবে। মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়াসহ সব পয়েন্ট ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বোট মালিকদের সমন্বয়ে করণীয় ঠিক করা হবে। মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, নৌবাহিনী কক্সবাজার ফরওয়ার্ড বেসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. আকতার হোসেন, কোস্টগার্ড কক্সবাজার কন্টিজেন্ট অফিসার নান্নু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর