বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের পুটখালী সীমান্তে গতকাল ভোরে বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মনিরুল বেনাপোল পোর্টথানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের মুনসুর আলীর ছেলে। সকাল দশটার দিকে ভারতের ২৪ পরগনা জেলার গাইঘাটা থানা পুলিশ লাশ নিয়ে গেছে।

নিহতের ভাই সাইফুল ইসলাম জানান, মনিরুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী গতকাল ভোরে পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যায় মনিরুল। অন্যরা পালিয়ে যায়। পুটখালী ইউপি চেয়ারম্যান আবদুল গফফার জানান, রাতে মনিরুল ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছে। তার লাশের কোনো খোঁজ মেলেনি এখনো। ২৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবদুর রহিম জানান, বিএসএফের কাছ থেকে মনিরুল নিহত হওয়ার বিষয়টি জানা গেছে। লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে লাশ ফেরতের দাবি জানানো হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর