শিরোনাম
বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ছয় দোকান পুড়ে ছাই

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৬টি দোকানের নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে মালিক পক্ষ দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বারদী বাজারে গতকাল দুপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাজারের হার্ডওয়্যার, জুতার দোকান, স্টুডিও দোকান ও চালের দোকানে থাকা নগদ টাকা, মোবাইল ও টিভিসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এক দোকান মালিক সজিব মিয়া জানান, ‘আমাদের দোকানের বিকাশের নগদ টাকা ও কয়েকটি কম্পিউটারসহ দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। চালের দোকানের মালিক কাদির মিয়া বলেন, আগুনে আমার দোকানের সব চাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বজলুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর