বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চার মাস ছাত্রকে স্কুলে আসতে দিচ্ছেন না প্রধান শিক্ষক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার আলহাজ ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ সানি। প্রায় চার মাস ধরে তাকে বিদ্যালয়ে আসতে দিচ্ছেন না প্রধান শিক্ষক। এমনকি বিদ্যালয়ের দুটি মডেল টেস্টেও অংশ নিতে দেওয়া হয়নি। ওই ছাত্র বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছে। জানা গেছে, সানির মামা এম. শাহজাহান এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি। এ ব্যাপারে প্রধান শিক্ষক শরীফউদ্দীন জানান, সানি তার ফেসবুকে প্রধান শিক্ষক ও একজন শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করেছে। এ কারণে গত ২০ জুন ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে। তবে আসন্ন জেএসসি পরীক্ষার ফরম পূরণ করায় তাকে প্রবেশপত্র দেওয়া হবে। ফেসবুক স্ট্যাটাস সংক্রান্ত কোনো প্রমাণাদি আপনার কাছে আছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক জানান, ফেসবুকে অন্যরা দেখেছে। পরে সানি মুছে ফেলেছে।

কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূইয়া বলেন, ‘জেলা শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। তিনি কোনো ব্যবস্থা না নিলে আমরা দেখব।’ শিক্ষা কর্মকর্তা আবদুস সামাদ জানান, আগে ছাত্রটির স্কুলে যাওয়ার ব্যবস্থা করছি। পরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। অভিযোগকারী শাহজাহান বলেন, ‘গত ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিই। এখনো প্রতিকার পাইনি। সানির পরিবার খুব দরিদ্র। এর ওপর তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তারা একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন, অন্যদিকে তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।’

সর্বশেষ খবর