বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিসিএস সমন্বয় পরিষদের আলটিমেটাম

প্রতিদিন ডেস্ক

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ ছয়দফা দাবিতে মানববন্ধন করেছে প্রকৃচি (প্রকৌশলী কৃষিবিদ ও চিকিৎসক) বিসিএস ক্যাডার সমন্বয় পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর ও বদরগঞ্জ, খুলনা, রাজশাহী, গাজীপুর, কুমিল্লা, বগুড়া ও আদমদীঘি, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মেহেরপুর, পাবনা, পিরোজপুর, চাঁদপুর, সাতক্ষীরা, বরগুনা, চুয়াডাঙ্গা, জামালপুর, মাগুরা, পঞ্চগড়, শরীয়তপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম ও ফুলবাড়ী, নোয়াখালী, নাটোর ও বড়াইগ্রাম, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোনা, ময়মনসিংহের ভালুকা, সিলেটের বিশ্বনাথ, পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপা, বাগেরহাটের মোরেলগঞ্জ, শেরপুরের নালিতাবাড়ী, নারায়ণগঞ্জের আড়াইহাজার, ঢাকার ধামরাইয়ে এ কর্মসূচি পালন করা হয়। অন্য দাবিগুলো হল মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যন্ত সব পর‌্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা প্রদানের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, উপজেলাকে কার্যকর করতে ইউএনওর কর্তৃত্ব বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানকে ক্ষমতায়ন করা, ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসবহির্ভূত সব ধরনের প্রেষণ বাতিল এবং সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান। মানববন্ধনে প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের সদস্যরা অংশ নেন। বক্তারা আগামী ৮ নভেম্বরের মধ্যে ছয়দফা দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেন। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়া না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ খবর