বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আগুনে পুড়িয়ে মারা হালিমার মা এখন নিরাপত্তাহীনতায়

খাগড়াছড়ি প্রতিনিধি

যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে মারা হালিমার মা হাসিনা বেগম তার নিরাপত্তা দাবিতে গতকাল খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। হাসিনা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নেত্রী মনিষা তালুকদার।

হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, ২০১২ সালের ২৩ এপ্রিল তার একমাত্র সন্তান হালিমাকে যৌতুকের জন্য স্বামী আবদুর রশিদ, শ্বশুর সাহেব আলী, শাশুড়ি হাজেরা বেগম ও মামা শ্বশুর সিরাজউল ইসলাম গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় তিনি চারজনকে আসামি করে মামলা করেন। পুলিশ চারজনকেই গ্রেফতার করলেও জামিনে ছাড়া পান শ্বশুর, শাশুড়ি ও মামা শ্বশুর। ছাড়া পেয়েই তারা হাসিনাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। এ নিয়ে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে মাটিরাঙ্গা ও গুইমারা থানায় দুটি জিডি করেন। হাসিনার দাবি তার মেয়ের খুনিদের যাতে সুষ্ঠু বিচার হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী শেফালিকা ত্রিপুরা ও দুর্বার নেটওয়ার্কের নেত্রী নমিতা চাকমা।

সর্বশেষ খবর