বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

১০ দিনেও খোঁজ মেলেনি ডালিমের

ফেনী প্রতিনিধি

কক্সবাজার থেকে র‌্যাব পরিচয়ধারীদের হাতে অপহৃত ফেনীর সোনাগাজীর জুলফিকার ইসলাম ডালিমের সন্ধান মেলেনি ১০ দিনেও। তাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে পরিবার। ফেনী প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে ডালিমের মা জোসনা আরা দাবি করেন, সেনাবাহীনির অবসরপ্রাপ্ত মেজর এমএম মতিউর রহমানের মেয়েকে বিয়ে করার অপরাধেই তাকে অপহরণ করা হয়েছে।

এ ঘটনায় ডালিমের মা ২২ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানায় এমএম মতিউর রহমান, তার স্ত্রী ইফাত হালিমা ও মেয়ে তাসনিম তাবাসসুম মীমের বিরুদ্ধে মামলা করেছেন। ডালিমের ভাই জহিরুল জানান, ১৯ অক্টোবর গভীর রাতে র‌্যাব পরিচয়ধারীরা কক্সবাজারের লাইট হাউস এলাকায় ডালিমের ভাড়া বাসা থেকে তাকে চোখ বেঁধে মাইক্রোবাসে অজ্ঞাত স্থানে নিয়ে যান। ঘটনার পর র‌্যাব ও পুলিশ প্রশাসনের কাছে বার বার ধরনা দিয়েও ডালিমের সন্ধান পাইনি। বরং র‌্যাব-পুলিশ ডালিমকে আটক করেনি বলে জানায়। জহির জানান, ডালিম চাকরির সুবাধে ঢাকায় থাকাকালে মিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর‌্যায়ে দুই পরিবারের অজান্তে ২০১৪ সালের ৩০ মার্চ তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। কয়েক মাস আগে ঘটনা জানাজানির পর মিমের বাবা ডালিমকে বার বার ফোনে হুমকি-ধমকি দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর