বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সরকারি জায়গা দখল করে দোকান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন দেড় শতাংশ জায়গায় এই দোকান নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান টুকু দোকানটি নির্মাণ করছেন। খারদিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, ক্ষমতার দাপট দেখিয়ে দুই বছর আগে একই স্থানে দোকান নির্মাণের চেষ্টা করেছিলেন নুরুজ্জামান। সে সময় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী ঘটনাস্থলে গিয়ে দোকানটি উচ্ছেদ করেন। মাস খানেক আগে নতুন করে ওই জায়গাতেই আবার দোকান নির্মাণের কাজ শুরু করা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। দোকান নির্মাণের কাজ প্রায় শেষ। এ বিষয় অভিযুক্ত নুরুজ্জামান টুকু বলেন, ‘এই জায়গার বরাদ্দপত্র আমার নামে রয়েছে। আমার জায়গায় আমি দোকান নির্মাণ করছি।’ অবশ্য তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর