বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

আতঙ্কে মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর চিংড়ি জোনখ্যাত বহলতলীতে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের গুলিতে আহত হয়েছেন চার ঘেরশ্রমিক। তাদের ছোড়া গুলির শব্দে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে’ মারা গেছেন মোজাফ্ফর আহমদ নামে এক ঘেরমালিক। এ সময় ডাকাতদল লুট করে মাছ, জালসহ ১০ লাখ টাকার মালামাল।- কক্সবাজার প্রতিনিধি

 

পানিতে ডুবে যমজ ভাইয়ের প্রাণহানি

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্র পুর ইউপির গড়দিঘি গ্রামে গতকাল দুপুরে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো- ওই গ্রামের মধু মিয়ার দুই বছর বয়সী ছেলে ইয়াসিন ও ইয়াকুব। গাইবান্ধা প্রতিনিধি

 

চলনবিলে অভিযান

নাটোরের সিংড়ার চলনবিলসহ আত্রাই নদী, বারনাই নদী ও হালতি বিলের অবৈধ সুতিজাল এবং বানার বেড়া উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে ২৫টি সুতিজাল (বাঁশের বেড়াসহ) ও ৮টি বানার বেড়া উচ্ছেদ করে আগুনে পোড়ানো হয়েছে।

গতকাল দিনভর এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম নবিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মুরাদুল ইসলাম। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহেদুল ইসলাম জানান, গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের পৃথক তিনটি টিম বিশেষ এ অভিযান পরিচালনা করে। নাটোর প্রতিনিধি

 

ভাঙ্গা বিএনপির পাল্টা কমিটি

খন্দকার ইকবাল হোসেন সেলিমকে সভাপতি ও মুন্সী হাবিবুর রহমানকে সম্পাদক করে ভাঙ্গা উপজেলা বিএনপির তিন সদস্যের নাম ঘোষণা করেছেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়া। গত সোমবার ভাঙ্গা পৌরসভার বাইশাখালী মহল্লার একটি মাঠে উপজেলা বিএনপির এক অংশের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২২ অক্টোবর ভাঙ্গা উপজেলা বিএনপির আরেকাংশের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জেডএম দেলোয়ার হোসেনকে সভাপতি ও মিজানুর রহমান পান্নাকে সম্পাদক ঘোষণা করা হয়। উলে­খ্য ফরিদপুর জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্ব দিচ্ছেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দীয় কমিটির সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ। অপর অংশের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়া। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

 

মাধবদী পৌর বিএনপির সম্মেলন

নরসিংদীর মাধবদী পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী স্কুল মার্কেট কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আমানুল্লাহ আমানকে সভাপতি ও ডা. জাকারিয়াকে সম্পাদক করে মাধবদী পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি খায়রুল কবীর খোকন। মাধবদী পৌর বিএনপি সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন মাস্টার, সুলতান উদ্দিন মোল্লা, সমীর ভূঞা প্রমুখ। নরসিংদী প্রতিনিধি

 

স্কুলছাত্রী হত্যার বিচার দাবি

পটুয়াখালী আবদুল হাই বিদ্যানিকেতনের ৯ম শ্রেণির ছাত্রী নূরে জান্নাত মীমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গতকাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসক কার‌্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মাররকলিপি পেশ করে। গত ১৬ অক্টোবর নিজ বাসা থেকে ফাঁস দেওয়া অবস্থায় মীমের লাশ উদ্ধার করে পুলিশ। পটুয়াখালী প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর