বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
যুবলীগ নেতার ওপর হামলা

নূর হোসেনের ভাতিজা দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা তোফায়েল হোসেনের ওপর হামলার ঘটনায় সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা নাসিক কাউন্সিলর শাহজালাল বাদলকে প্রধান আসামি ও নূর হোসেনের বড় ভাই নূর ছালাম (বাদলের বাবা), ছোট ভাই নূর উদ্দিনসহ ১৯ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আহত তোফায়েলের বোন মেরিনা আক্তার বাদী হয়ে বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। অন্য আসামিরা হলেন জুলহাস উদ্দিন লিটন, আসলাম, স্বপন, ফয়সাল, সেলিম খান, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান বাপ্পী, নবী হোসেন, দেলোয়ার, আকাশ, রুবেল, শান্ত, জাকির হোসেন, রতন, জসিম উদ্দিন ও শাহীন। এর মধ্যে লিটন ও আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর শাহজালাল বাদল গ্রুপের সঙ্গে স্থানীয় ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন গ্রুপের সংঘর্ষে বাধে। এ সময় বাদল গ্রুপ তোফায়েল হোসেনসহ ছাত্রলীগের কয়েক নেতা-কর্মীর ওপর হামলা চালায়। এতে যুবলীগ নেতা তোফায়েল ও শিব্বির আহমেদসহ অন্তত পাঁচজন আহত হন। বর্তমানে গুরুতর আহত যুবলীগ নেতা তোফায়েলসহ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ জানান, কাউন্সিলর বাদলসহ ১৯ জনকে আসামি করে আহত তোফায়েলের বোন বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। এরই মধ্যে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর