বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রূপগঞ্জে ছাত্রলীগ-যুবদল সংঘর্ষে আহত ৪০

বাড়তি পুলিশ মোতায়েন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সরকারবিরোধী স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গতকাল রূপগঞ্জে ছাত্রলীগ ও যুবদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক ও পথচারীসহ ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৩ জনকে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা। সড়কে মোটরসাইকেলসহ অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গোলাকান্দাইল এলাকায় স্থানীয় যুবদল নেতা-কর্মী আলোচনা সভা ও আনন্দ-মিছিলের আয়োজন করে। আলোচনাসভার আগে কেন্দ্রীয় যুবদলের সহ-অর্থবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নেতৃত্বে একটি বিরাট আনন্দ-মিছিল বের হয়। মিছিলকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এতে ছাত্রলীগ প্রতিবাদ জানিয়ে মিছিলে বাধা দেয়। এতে দুপক্ষে দফায় দফায় সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী আহত হন। পরে যুবদল নেতা-কর্মীরা বাইপাস সড়কে চলাচলরত প্রায় ৫ থেকে ৬টি ভারী যানবাহন ভাঙচুর করেন। সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ছবি তুলতে গেলে স্বাধীন সংবাদের সাংবাদিক শেখ সুমন হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়। এক পর‌্যায়ে মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর বাসভবনের সামনের সভাস্থলে যুবদল নেতা-কর্মীরা চলে যান। এদিকে, যুবদলের সরকারবিরোধী স্লোগানের সংবাদ পেয়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতা-কর্মী দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে যুবদলের সভাস্থল এলাকায় এসে বিক্ষোভ শুরু করে। এ সময় যুবদল নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দিতে থাকে। বেলা ২টার দিকে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজীবের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা যুবদলের সভাস্থলে হামলা চালায়। এ সময় দুপক্ষে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। বাড়িঘরসহ পাজারো জিপ, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে এসে বিকাল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলার ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজীব বলেন, যুবদল নেতা-কর্মীরা মিছিল বের করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে কট‚ক্তি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে ছাত্রলীগ নেতা-কর্মী প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। এ ছাড়া অহেতুক বাইপাস সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন ভাঙচুর করে। তাই তারা প্রতিবাদ জানিয়েছিল। তবে কেন্দ্রীয় যুবদল নেতা মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, কোনো কিছু বোঝার আগেই শান্তিপূর্ণ আনন্দ-মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর