শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১০

সাভার প্রতিনিধি

চলন্ত একটি যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১০ যাত্রী দগ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। গতকাল বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধদের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেনÑ অমিত, খুশা, প্রবিতা, কালাম, শ্রাবন্তি, বেবী আক্তার। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকালে আশুলিয়ার জিরানী এলাকা থেকে তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। বিকাল ৪টার দিকে বাসটি রাজ ফুলবাড়িয়ার জোড়পুল এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের আইল্যান্ডে উঠে যায়। এ সময় বিকট শব্দে বাসের নিচে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে বাসের ১০ যাত্রী দগ্ধ হন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. নাজিমউদ্দিন বলেন, আগুনে দগ্ধ হয়ে তাদের হাসপাতালে প্রায় ১০ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে তিনি জানান। এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে নিæমানের সিলিন্ডার ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

তবে এ ঘটনার পরই বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর