শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এবার যুবলীগ নেতা তোফায়েলকে আসামি করে মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে সোমবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এবার যুবলীগ নেতা তোফায়েলকে প্রধান আসামি করে মামলা করেছে নাসিক (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) কাউন্সিলর শাহজালাল বাদলের মা মিনারা বেগম। বুধবার রাতে মামলাটি দায়ের করেন তিনি। অন্য আসামিরা হলেনÑ যুবলীগ কর্মী জাহাঙ্গীর, আলম, ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান ও সাকিবসহ ছাত্রলীগের ২৭ জন। শাহজালাল বাদল সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা। এর আগে মঙ্গলবার রাতে একই ঘটনায় যুবলীগ নেতা তোফায়েল হোসেনের বোন মেরিনা আক্তার বাদী হয়ে বাদলকে প্রধান করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় নুর হোসেনের দুই ভাই বাদলের পিতা নুর সালাম ও নুরুদ্দিনকেও আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ জুলহাস উদ্দিন লিটন ও আকাশকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, ২৫ অক্টোবর সোমবার রাতে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের বাসায় ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির বিচার ও  আধিপত্য বিস্তারে নিয়ে নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিল শাহ জালাল বাদল ও  ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক তোফায়ের হোসেন গ্রুপের মধ্যে দাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় উপয় গ্রুপের ১০/১৫ জন আহত হয়। ওই ঘটনায় আহত তোফায়েল হোসেন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর