বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নোয়াখালীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগের হামলা

পুলিশ কনস্টেবল আহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট জেএসসি পরীক্ষা কেন্দ্রে গতকাল দুপুরে পুলিশের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এতে শাহজাহান নামে এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় পুলিশ চাপরাশির হাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ শরিফকে গ্রেফতার করে। এ ব্যাপারে কবিরহাট থানায় একটি মামলা হয়েছে।

জানা গেছে, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) চাপরাশির হাট জেএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার দায়ে শংকর চন্দ্র ভৌমিক নামের এক শিক্ষককে বহিষ্কার করেন। ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা এতে ক্ষুব্ধ হন। গতকাল সকালে পরীক্ষা শুরু হওয়ার পর তারা পরীক্ষার হলের দিকে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, এতে উত্তেজনা দেখা দেয়। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে চাপরাশির হাট ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় দীন মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম পোলকের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। কবিরহাট থানার ওসি মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

 

সর্বশেষ খবর