বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টঙ্গীতে পোশাক কারখানার উৎপাদন কর্মকর্তা খুন

ভোলায় অপহৃত স্কুলছাত্রের লাশ

প্রতিদিন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে খুন হয়েছেন পোশাক কারখানার উৎপাদন কর্মকর্তা। ভোলায় উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুলছাত্রের লাশ। টঙ্গী প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীর জাবের অ্যান্ড যোবায়ের পোশাক কারখানার উৎপাদন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে কুপিয়ে খুন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ওই কারখানার আরেক উৎপাদন কর্মকর্তা আব্দুল আলীমের অভিযোগ কাজে অবহেলার দায়ে জীবন নামে কারখানার এক শ্রমিককে কয়েকদিন আগে সাইফুল ইসলাম নোটিসের মাধ্যমে চাকরিচ্যুত করেন। বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পর সাইফুল বাসায় ফেরার পথে জীবন দলবল নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে অন্য সহকর্মীরা সাইফুলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টঙ্গী  থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে সাইফুল খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ভোলা : বোরহানউদ্দিনে অপহরণের চার দিন পর কামরুল ইসলাম নামের নবম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কাঁচিয়া ইউনিয়নের আজিজ বেপারী বাড়ির পার্শ্ববর্তী একটি কচুরিপানা ভর্তি পুকুর থেকে কামরুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হোসেন (৩০) ও আবদুল গফুর (৫০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছিল।

সর্বশেষ খবর