শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নাচোলে ভুল অস্ত্রোপচারে দুই প্রসূতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুল অস্ত্রোপচারে দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নাচোলের ‘মডার্ন ইসলামী হাসপাতাল’ নামের একটি ক্লিনিকে গত সপ্তাহে ওই দুই প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়েছিল। বুধবার একই দিনে মারা যান তারা। মৃত দুই প্রসূতি হলেন- নাচোল উপজেলার খেসবা গ্রামের মাজনুর মেয়ে সুন্দরী (২০) ও আখিলা গ্রামের শহিদুলের স্ত্রী পলি (২২)।

সুন্দরীর পরিবারের অভিযোগ, গত ২৯ অক্টোবর সুন্দরীর প্রসব বেদনা শুরু হলে তাকে নাচোল মডার্ন ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর দ্রুত অপারেশন করার জন্য পরিবারের সদস্যদের জানায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহমুদুন নবী সুন্দরীর সিজার করেন। অপারেশনের কয়েক দিন পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে গত বুধবার ক্লিনিক কর্তৃপক্ষ সুন্দরীকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করে। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। অন্যদিকে আখিলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী পলি প্রসব বেদনা নিয়ে ২৮ অক্টোবর একই ক্লিনিকে ভর্তি হন। সেখানে সিজারের পর পলির অবস্থা আশঙ্কাজনক হলে কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়ে দেয়। বাড়িতে যাওয়ার পর বুধবার ভোরে পলিও মারা যান। ভুক্তভোগী দুই পরিবারের সদস্যদের অভিযোগ, ভুল অপারেশনের কারণেই তাদের মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃত্যুবরণকারী দুই প্রসূতিরই অপারেশন করেছিলেন ডা. মাহমুদুন নবী। এ বিষয়ে কথা বলার জন্য মাহমুদুন নবীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু না বলে ফোন কেটে দেন। মডার্ন ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ভুল অস্ত্রোপচারের অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ খবর