শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
পশুর চ্যানেলে কার্গোডুবি

৯ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ

বাগেরহাট প্রতিনিধি

৯ দিনেও শুরু হয়নি  উদ্ধার কাজ

ডুবে যাওয়া কার্গো -বাংলাদেশ প্রতিদিন

সুন্দরবনে পশুর চ্যানেলে কায়লাবোঝাই কার্গোডুবির ৯ দিন পেরিয়ে গেলেও গতকাল পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজ। কবে কখন উদ্ধার কাজ শুরু হবে, নাকি আদৌ হবে না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ‘এমভি জিয়া রাজ’ নামের কার্গোটি ৫১০ মেট্রিকটন কয়লাসহ গত ২৭ অক্টোবর সুন্দরবনে পশুর চ্যানেলে তলা ফেটে ডুবে যায়। কার্গোটি উদ্ধার না করায় বিভিন্ন মহল উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে চলেছে। পরিবেশ বিভিন্ন সংগঠনের সদস্যরা এটিকে দেখছেন বনের জন্য সতর্কবার্তা হিসেবে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার গাজী মতিয়ার রহমান গতকাল জানান, এখন পর্যন্ত ডুবে যাওয়া কর্গোটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি। তবে তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, মালিকপক্ষ কার্গোটি উদ্ধারের জন্য উদ্ধারকারী নৌযান ভাড়া করেছেন। তবে সেটি কবে নাগাদ উদ্ধার অভিযান শুরু করবে তা জানাতে পারেননি এই কর্মকর্তা। ‘সেভ দ্য সুন্দরবন’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, কয়লাবাহী জাহাজডুবির এ ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। এ দুর্ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব পড়বেই।

সর্বশেষ খবর