শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ম্যাজিক গাড়ি খাদে চালক নিহত, আহত ১০

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় ম্যাজিক গাড়ি খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পরীক্ষার্থীসহ ১০ জন। এছাড়া চট্টগ্রাম, কিশোরগঞ্জ, হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও চারজন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক গাড়ি উল্টে খাদে পড়ে গেলে গাড়িরচালক নিহত ও জেএসসি পরীক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। নিহত গাড়িরচালক মো.জাহেদ (৪০) উত্তর হারবাং নুনিয়ারছড়ার মঞ্জুর আলমের ছেলে। গতকাল সকাল ৯ টার দিকে বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন-বরইতলী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী রাজিয়া সুলতানা (১৪), মিসকাত সুলতানা (১৫), উত্তর বরইতলী উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ মোহাম্মদ ছৈয়দ (১৪) ও যাত্রী আক্কাস আহমদ (৪০)। আহত অপর ৬ পরীক্ষার্থীর নাম পাওয়া যায়নি। আহতরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার।

চট্টগ্রাম :  সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস উল্টে সহকারী নিহত ও কয়েক যাত্রী আহত হন। গতকাল সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদিফকিরহাট (ছরারকুল) এলাকায় কাভার্ডভ্যান-লরি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে বিল্লাল মিয়া (৩০) নামে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত বিল্লাল দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশার চালক। তিনি বাজিতপুর উপজেলার তালতলা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে বলে জানা গেছে।

হবিগঞ্জ : হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্মা এলাকায় বাস ও সিএনজি -অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ১ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়। গতকাল সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হলো ঢাকা মোহাম্মদপুর এলাকার স্বপন মিয়ার পুত্র আপন মিয়া (৮)।

সর্বশেষ খবর