শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দরপত্র ছিনতাই চেষ্টা, লটারি স্থগিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক এক ভিপির নেতৃত্বে একটি ব্রিজ নির্মাণের দরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর দরপত্রের লটারি স্থগিত করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের গুলুয়ারচরে একটি ব্রিজ নির্মাণের লক্ষ্যে সম্প্রতি ত্রাণ মন্ত্রণালয় থেকে দরপত্র আহ্বান করা হয়। ৩১ লাখ টাকার এ কাজের ১৬৯টি দরপত্র জমা পড়ে। গতকাল ছিল দরপত্রের লটারির নির্ধারিত দিন। বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লটারির আনুষ্ঠানিকতা চলাকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক এক ভিপির নেতৃত্বে জোরপূর্বক দরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউএনও লটারি স্থগিত ঘোষণা করেন।

এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খান দরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার কথা অস্বীকার করে জানান, লটারির সময় সংশ্লিষ্ট ঠিকাদারদের কেউ উপস্থিত না থাকায় লটারি স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহের কোনো এক সময় লটারির নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে তিনি জানান। তবে এ দরপত্রে অংশগ্রহণকারী একটি প্রতিষ্ঠানের পক্ষে জানান, লটারির জন্য তিনি পাকুন্দিয়া ইউএনও কার্যালয়ে গিয়েছিলেন। এ সময় সাবেক এক ভিপির নেতৃত্বে আওয়ামী লীগের ১৫-২০ জন গিয়ে ইউএনওর কাছে কাজটি তারা করবে বলে দাবি করেন। কিন্তু ইউএনও এতে রাজি না হওয়ায় তারা উচ্চবাচ্য করে এবং আমাদের বের করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লটারি স্থগিত করা হয়।

সর্বশেষ খবর