শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাবনায় পুলিশ হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ আহত

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামি কোয়েল হোসেন (৩০) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্যও। আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা। বুধবার দিবাগত রাতে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ রক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কোয়েলকে বৃহস্পতিবার বিকালে পুলিশ পাহারায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।  ঈশ্বরদী থানার পুলিশের ভাষ্য, সুজাউল হত্যা মামালার প্রধান আসামি কোয়েল সহযোগীদের নিয়ে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ রক্ষাবাঁধসংলগ্ন এলাকায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কোয়েল ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে কোয়েলের ডান পায়ের হাঁটুতে লাগে। ৫ অক্টোবর পাকশী রেলস্টেশন-সংলগ্ন একটি হলুদের খেত থেকে হাত-পা মুখ ও চোখ বাঁধা অবস্থায় এএসআই সুজাউলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। কোয়েলসহ এ পর্যন্ত এ মামলায় ছয়জন গ্রেফতার আছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর