শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘শিক্ষক প্রশিক্ষণ আঞ্চলিক কেন্দ্রে সম্প্রসারিত করা হবে’

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ে ৯৬তম ব্যাচের শিক্ষক-প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার একাডেমিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠার সময় থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকাণ্ডের মধ্যে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. মো. আসলাম ভূঁইয়া,  ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক মো. নোমান-উর-রশীদ ও কোর্স উপদেষ্টা ড. আবুল হোসেন, ড. শামসুদ্দীন ইলিয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

সর্বশেষ খবর