শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

তক্ষকসহ আটক ৩

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকা থেকে দু’টি তক্ষকসহ (টক্কা) তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মাহবুবুর রহমান, আতাউর রহমান এবং আপেল মিয়া। জয়দেবপুর থানার এসআই আলী আকবর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বোর্ডবাজার এলাকার রাস্তার পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার তক্ষক দুইটি গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। -গাজীপুর প্রতিনিধি

নদীতে ডুবে কিশোরের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হৃদয় হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার সানপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে। হৃদয় ঢাকার উত্তরায় ফুটপাতে কাপড়ের ব্যবসা করত।

-গাজীপুর প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরনে সাদা চেক লুঙ্গি ও হলুদ পাঞ্জাবি রয়েছে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। -সিরাজগঞ্জ প্রতিনিধি

ধুনটে বাবা-ছেলে আটক

ধুনট উপজেলায় এক কৃষককে হত্যা চেষ্টার অভিযোগে বাবা-ছেলেকে আটকের পর থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সকাল ৯টার দিকে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের ভেটু আকন্দ ও তার ছেলে আসাদুল ইসলাম। এ সময় রামদা ও সাবল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মতবিনিময়  সভা

ধামরাইয়ের হুজরীটোলায় গতকাল শুক্রবার  বিকালে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ গোলাম কবির পৌরবাসীকে নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, পৌর কাউন্সিলর তোবারক হোসেন কামাল, ওয়ার্ড সভাপতি, মীর নায়েক আলী ঝন্টু, আনোয়ার ইসলাম রুনুসহ ৯টি ওয়ার্ডের প্রায় ১ হাজার নেতাকর্মী। -ধামরাই প্রতিনিধি

গাবতলীতে প্রতিমা ভাঙচুর

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরের মালিপাড়ার দুর্গামন্দিরে স্থাপিত লক্ষী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাবতলী থানার ওসি শাহিদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  - নিজস্ব প্রতিবেদক,  বগুড়া 

ফেনসিডিলসহ মাইক্রো জব্দ

চট্টগ্রামে অভিযান চালিয়ে ছয় বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহনকারী একটি মাইক্রোবাস জব্দ ও চালক আবদুর রহিমকে আটক করা হয়েছে। গতকাল সকালে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চেকপোস্ট থেকে ফেনসিডিলসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাদক ব্যবসায়ীর জেল

বাগেরহাটের মোরেলগঞ্জে মহিদুল ইসলাম হাওলাদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান গতকাল বিকাল ৪টায় এ দণ্ডাদেশ দেন। -মোরেলগঞ্জ প্রতিনিধি

মুকসুদপুর আওয়ামী লীগের সম্মেলন

একযুগ পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি। সম্মেলনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়াকে পুনরায় সভাপতি ও রবিউল আলম সিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জাম্মেল হক এমপি, অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার নুর মোহাম্মদ দুলু, অ্যাড. মুন্সী আতিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ। -গোপালগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর