শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পলো বাইচ দিয়ে মাছ শিকার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

পলো বাইচ দিয়ে মাছ শিকার

ধামরাইয়ের কালামপুর-সিন্ধুলিয়া বিলে পলোবাইচ দিয়ে মাছ শিকার -বাংলাদেশ প্রতিদিন

হাট-বাজারে ঢাক-ঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে ধামরাইয়ের কালামপুর-সিন্ধুলিয়া বিলে শুক্রবার সকালে পলো বাইচ দিয়ে মাছ ধরেছে কয়েক গ্রামের সৌখিন মাছ শিকারিরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পলো বাইচ দিয়ে সবাই কম-বেশি মাছ ধরে অন্য রকম আনন্দ পেয়েছেন। পলো বাইচে অংশ নেওয়া আমিনুর রহমান, আমজাদ হোসেন, মানিক মিয়াসহ অনেকে জানান, পলো বাইচ দিয়ে মাছ শিকার করার মজাই আলাদা। কারো পলোর নিচে একটি মাছ পড়লে সবাই ঝাকর (চিৎকার) দিয়ে সেই মাছটি ধরতে  সবাই সহযোগিতা করেন। এ পলো বাইচ গ্রামের ঐতিহ্য বলেও মনে করেন তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর