রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চালকের প্রতিযোগিতায় বাস খাদে, নিহত ৭

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় দুই বাস চালকের আগে যাওয়ার প্রতিযোগিতায় একটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এছাড়া ভাইবোনসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় গতকাল ভোরে এফএম পরিবহনের একটি বাস শ্যামলী পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ওই বাস ও ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান পাঁচজন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী।  নিহতরা হলেন ভালুকার ফজলুল হক, মফিজুল, ত্রিশালের কাজল মিয়া, ওয়াহিদুল ইসলাম, মোতালেব হোসেন, আছমাউল হোসনা ও নীলফামারীর ডিমলার নওশাদ। আহতদের মধ্যে আটজনকে ময়মনসিংহ মেডিকেলে ভার্তি করা হয়েছে। নোয়াখালীতে ভাইবোন : বেগমগঞ্জ উপজেলার একলাসপুরে শুক্রবার রাতে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে ভাইবোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হল সিয়াম (৪) ও সিনথিয়া (৭)। এ ঘটনায় তাদের বাবা-মা সুজন ও শিপন এবং সুজনের ভাতিজা রবিন (১০) আহত হয়েছে। সুজন-শিপন দম্পতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আলমডাঙ্গা ও টঙ্গীতে শিশু : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল রেলগেট সংলগ্ন সড়কে গতকাল আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু মিম (৫) নিহত হয়েছে। এ সময় তার বাবা তাজুল ইসলাম, মা তহমিনা ও ভাই আমির হামজা আহত হন। হতাহতরা জেলা শহরের সিএন্ডবি পাড়ার বাসিন্দা। এদিকে গাজীপুরের টঙ্গীর পূর্ব আচিরপুরে ট্রলিচাপায় শিশু অর্পিতার (৪) মৃত্যু হয়েছে। সে বাবা-মায়ের সঙ্গে পূর্ব আচিরপুরে ভাড়া বাড়িতে বসবাস করত। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বাসচাপায় মহিদুল শেখ নামে এক অটোরিকশা যাত্রী নিহত ও অটোচালক মিজান মোল্লা আহত হয়েছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর