সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কক্সবাজারে বাসচাপায় ট্রলিচালকসহ নিহত ৩

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারে বাসচাপায় ট্রলিচালকসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় বগুড়া, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় চারজনের প্রাণহানি ঘটেছে। নিজস্ব প্রতিবেদক প্রতিনিধিদের পাঠানো খবর-

কক্সবাজার সদরের ইসলামপুরের নাপিতখালীতে বাসচাপায় গতকাল ভোরে ট্রলিচালকসহ তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- নাপিতখালী এলাকার আবদুল আলীমের ছেলে সাইফুল ইসলাম, মোজাহের আহমেদের ছেলে ট্রলিচালক নুরুল ইসলাম ও আবদুল মজিদের ছেলে জসিম উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই ট্রলিসহ তিন ব্যক্তি নাপিতখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী একটি বাস ট্রলিটি চাপা দিলে ঘটনাস্থলেই সাইফুল মারা যান। চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অন্য দুজনের। বগুড়া : শেরপুর উপজেলায় গতকাল লেগুনার ধাক্কায় রুবেল আহমেদ নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রুবেল শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের মো. শাহ আলীর ছেলে। চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার টেরিআইলে গতকাল বাসের ধাক্কায় সুমাইয়া আকতার নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সুমাইয়া টেরিআইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গোপালগঞ্জ : পিকআপ ভ্যান ও নসিমনের সংঘর্ষে গৃহবধূ অনিতা বাড়ৈ নিহত ও পাঁচ নসিমন যাত্রী আহত হয়েছেন। গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ী নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। অনিতা মাদারীপুরের রাজৈরের গোবিন্দ বাড়ৈর স্ত্রী। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল ট্রাকের ধাক্কায় কামাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। কামালের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।

সর্বশেষ খবর