সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
শিক্ষানবিস আইনজীবী খুন

মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে হত্যা করে ছেলেরা

গাজীপুর প্রতিনিধি

রাব্বি ও রবিনের মায়ের সঙ্গে নিহত আইনজীবী খন্দকার এনামুল হক বিপ্লবের অনৈতিক সম্পর্কের কারণে দুই ভাই মিলে ওই হত্যার ঘটনা ঘটায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গতকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

এদিকে এ খুনের ঘটনায় অভিযুক্ত প্রধান সন্দেহভাজন আসামি মাহবুব হাসান রাব্বি ওরফে রাতুল (২২) ও তার মা নাজমা বেগমকে (৪২) আটক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকা থেকে এনামুল হক বিপ্লব হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামি রাব্বিকে আটক করা হয়। এ ছাড়া এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাব্বির মা নাজমা বেগমকেও আটক করা হয়েছে। গ্রেফতারকৃত রাব্বি খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। রাব্বি নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার মাসুদুর রহমানের ছেলে। তারা সপরিবারে গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায় বসবাস করে। খুনের সঙ্গে জড়িত রাব্বির ভাই রবিন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় গতকাল জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকায় ছুরিকাঘাতে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী বিপ্লবকে।

তিনি ওই এলাকার মৃত খন্দকার সামসুদ্দিনের ছেলে।

সর্বশেষ খবর