সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গাজীপুর ও খুলনায় ৫৯ লাখ টাকা ছিনতাই

প্রতিদিন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরের একটি তৈরি পোশাক কারখানার ৩৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া খুলনায় এক মাছ ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর গাজীপুরের শ্রীপুরের জে জে ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার ৩৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) জামিল ইবনে বাশার জানান, গতকাল দুপুর ২টার দিকে চান্দনা চৌরাস্তায় ডাচ-বাংলা ব্যাংক থেকে ৩৭ লাখ টাকা তুলে তিনিসহ কয়েক কর্মকর্তা মাইক্রোবাসে কারখানায় যাচ্ছিলেন। সালনা ব্রিজ এলাকায় মাইক্রোবাসটির সামনে থাকা দুটি গাড়ি হঠাৎ থেমে যায়। এতে আমাদের গাড়িটিও ব্রেক করলে সামনে থেকে তিনটি মোটরসাইকেলে ৫/৬ যুবক অস্ত্রসহ মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর করে। একপর‌্যায়ে তারা ব্যাগে থাকা ৩৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, মাইক্রোবাসে কারখানার সহকারী ব্যবস্থাপক (হিসাব) হাসিব জোবায়ের, অফিসার (মানবসম্পদ) রুহুল আমীন, সহকারী হিসাবরক্ষক কৌশিক আহমেদও ছিলেন। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কত টাকা ছিনতাই হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। এদিকে খুলনা মহানগরীর ট্যাংক রোডে গতকাল হাসান ট্রেডার্স নামের একটি মাছ ডিপোর ২২ লাখ টাকা ছিনতাই হয়েছে। তিন সশস্ত্র ছিনতাইকারী প্রতিষ্ঠানটির একাংশের মালিক রেজাউল ইসলামকে কুপিয়ে এই টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হয়েছে। আহত রেজাউলকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, দুপুরে মাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম ও তার সহকর্মী ডালিম খুলনা মহানগরীর এবি ব্যাংক থেকে ২৫ লাখ টাকা উত্তোলন করে তিন লাখ দুই পাওনাদারকে দেন। বাকি ২২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে রূপসার মাছ ডিপোতে যাচ্ছিলেন। নগরীর ট্যাংক রোডে প্রবেশ করতেই পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাদের গতি রোধ করে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে রেজাউলকে কুপিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে যায়।

সর্বশেষ খবর