সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ধামরাইয়ে সড়কে গাছ ফেলে ডাকাতি, হামলায় আহত ১৫

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগস্থল ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া সড়কে গাছ ফেলে শনিবার রাতে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বিভিন্ন যানবাহনে ভাঙচুর, চালক ও যাত্রীদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় নগদ অর্থসহ ১০ লাখ টাকার মালামাল। তাদের হামলায় আহত হন ১৫ জন। ডাকাতির কবলে পড়া লোকজনের চিৎকারে পাশের গ্রামের মানুষ এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। জানা যায়, কালামপুর-সাটুরিয়ার সড়কের খাগুরতা ব্রিজের কাছে শনিবার গভীর রাতে ২০-২৫ জনের ডাকাত দল গাছ কেটে সড়কে ফেলে যানবাহনের গতিরোধ করে। পরে গাড়ির গ্লাস ভেঙে, চালক ও যাত্রীদের মারধর করে লুটপাট চালায়। ১৫ থেকে ২০টি বিভিন্ন যানবাহনে ডাকাতি করে তারা। ধামরাইয়ের খাগুরতা গ্রামের সামছুল ইসলাম, আবদুল কাদের জানান, রাত দেড়টার দিকে সড়কে চিৎকারের শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি থামানো গাড়ির লোকজনকে মারধর করে মালামাল লুটে নিচ্ছে ডাকাতরা। পরে এলাকার আরও লোকজন জড়ো হলে ডাকাত দল পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, সম্প্রতি কালামপুর-সাটুরিয়া সড়কে পুলিশের টহল জোরদার নেই। যার কারণে সড়কে গাছ ফেলে ডাকাতি করতে সাহস পাচ্ছে দুর্বৃত্তরা। ঘটনার রাতে ওই সড়কে টহলের দায়িত্বে থাকা কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাকিব হোসেন জানান, তিনি রাত ১টার পর্যন্ত সড়কে টহলে থাকার পর ফাঁড়িতে ফিরেছেন।  ধামরাই থানা ওসি রিজাউল হক জানান, গণডাকাতির বিষয়ে তিনি কিছু জানেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর