রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইউসুফগঞ্জে মাকে গলা কেটে হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নিজ বাড়ি থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছেলের নাম মোবারক হোসেন।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ জানান, ইউসুফগঞ্জ গ্রামের ফিরোজা বেগম তার সৌদী প্রবাসী ছেলে মতিউর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে সুপ্তিকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সুপ্তি গত বৃহস্পতিবার বাবার বাড়ি চলে যাওয়ায় তিনি একা বাড়িতে ছিলেন। শুক্রবার সকালে দুর্বৃত্তরা বাড়িতে ফিরোজাকে একা পেয়ে গলা কেটে হত্যা করে। ওই দিন রাতে নিহতের ছেলের বউ সুপ্তি অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে থানায় হত্যামামলা করেন। শনিবার ফিরোজার ছেলে মোবারক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওসি আরও জানান, ফিরোজা মৃত্যুর আগে জীবনের নিরাপত্তা চেয়ে তার ছেলে মোবারক হোসেনের নামে সাধারণ ডায়েরি করেছিলেন। - সোনারগাঁ প্রতিনিধি

 

গৃহবধূকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পারভিন আক্তার নামে এক গৃহধূকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় গৃহবধূর বাবা-মাকেও পিটিয়ে আহত করা হয়। উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় গতকাল ঘটে এ ঘটনা। পারভীন কর্ণগোপ এলাকার আলাউদ্দিনের ছেলে হাসান মোল্লার স্ত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। - রূপগঞ্জ প্রতিনিধি

 

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সভা

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে গতকাল সকালে উত্তরা ৭ নং সেক্টর এলাকায় বাংলাদেশ ইউনাউটেড ইসলামী পার্টির উদ্যোগে এক আলোচনা সভা হয়েছে। পার্টির মহাসচিব মো. শরীফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা মনির হোসাইন চৌধুরী, মুফতি তাজুল ইসলাম ফারুকী, মাওলানা আ.ন.ম জয়নাল আবেদীন, মো. শাহীন খান, মুফতী হারিসুল হক, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, ডা. মোশারফ হোসেন, নূরে আলম সরকার প্রমুখ। - টঙ্গী প্রতিনিধি

 

ট্রেনে কাটা পড়ে চিকিৎসক নিহত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে পিসি বণিক (৬২) নামের এক হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল সকালে ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন সহদেবপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাসা শহরের দক্ষিণ সহদেবপুর এলাকার মজুমদার বাড়ি। ফেনী  রেলওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ডা. পিসি বণিক রেল লাইনের ওপর ব্যায়াম করছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ত‚র্না নিশিতা এক্সপ্রেস কাছাকাছি এলে তিনি সরে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। -ফেনী প্রতিনিধি

 

স্কুলড্রেস পেল তিন হাজার শিক্ষার্থী

নোয়াখালী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষার্থীর মাধ্যে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সালেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের হাতে ড্রেস তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শিহাব উদ্দিন শাহীন। অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ প্রমুখ। -নোয়াখালী প্রতিনিধি

 

১৫ মণ জাটকা পাঁচ  নৌকাসহ আটক ২

বরিশালের কীর্তনখোলা নদীর তালতলী পয়েন্টে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ পাঁচটি নৌকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক করা হয় দুজনকে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফের নেতৃত্বে গতকাল সকালে এই অভিযান পরিচালিত হয়। এছাড়া জব্দ জাটকা বরিশাল কেন্দ্রীয় কারাগার, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। - নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন রাখায় দুজনের দণ্ড

শেরপুরের ঝিনাইগাতীতে গবাদি পশুর তড়কা রোগের মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনসহ দুজনকে আটকের পর ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভালুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুন মিয়া ও শালচুড়া গ্রামের রামচন্দ  কোচের ছেলে রয়েল চন্দ  কোচ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গতকাল এ দণ্ডাদেশ প্রদান করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোপন খবরে ঝিনাইগাতী থানা পুলিশ সরকারি হাসপাতাল থেকে পাচার হওয়া ও মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনসহ হাতেনাতে দুজনকে আটক করে। সরকারি এসব ভ্যাকসিন রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া গবাদি পশুকে পুশ করা নিষেধ। ওই দুই ব্যক্তি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবি করেন। -শেরপুর প্রতিনিধি

 

নাগরিক সংলাপ

কেমন বেনাপোল চাই শীর্ষক নাগরিক সংলাপ গতকাল বেনাপোল পর্যটন মোটেল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল প্রেসক্লাবের আয়োজনে সংলাপে ভুক্তভোগীদের প্রশ্নের জবাব দেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও পোর্ট থানার ওসি শামীম খন্দকার। বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ মহসিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ বকুল মাহবুব।  -বেনাপোল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর