রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গাসিক কর্মচারী অস্ত্রসহ আটক

পরিবারের দাবি ষড়যন্ত্র

টঙ্গী প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) টঙ্গী অঞ্চলের কর্মচারী ফারুককে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। কলেজ গেট এলাকা থেকে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। তবে পরিবারে দাবি ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি কামরুল ইসলাম কামু পূর্বশত্র“তার জেরে ফারুককে ফাঁসানোর উদ্দেশে পুলিশের সোর্সের মাধ্যমে এ ঘটনা ঘটিয়েছেন। ফারুকের বাবা নান্নু বলেন, ‘আমার ছেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের অফিস কার্যালয়ে পিয়ন পদে চাকরি করেন। তাকে পুলিশ স্থানীয় সন্ত্রাসী কামরুল ইসলাম কামুর নির্দেশে অস্ত্র দিয়ে গ্রেফতার করেছে।’ পুলিশের এসআই শাহিন শেখ জানান, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী কলেজ গেট এলাকায় অভিযান চালানোর সময় ফারুককে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে এর ভেতরে পাওয়া যায় একটি বিদেশি পিস্তল। তবে পিস্তলটি আরেক সন্ত্রাসী সুমনের। ফারুক তার সহযোগী। টঙ্গী থানার ওসি জানান, তিনি এখনো কিছুই জানেন না। বিষয়টি সাজানো কিনা তা তদন্ত করে পরে জানানো হবে।

সর্বশেষ খবর